×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৫৭ বার পঠিত
পরিতোষ বড়ুয়া, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম;
চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) আর্থিকভাবে স্বচ্ছ ও ঋণমুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৩ নভেম্বর) রাতে চন্দনাইশ মিডিয়া ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নের পরিকল্পনা ও চ্যালেঞ্জ মোকাবিলার নানা দিক তুলে ধরেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “৪৫০ কোটি টাকা দেনা নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করেছি। চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমি ভালোবাসি। নগরবাসীর সহযোগিতায় ইনশাল্লাহ এই দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো। আমি সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি।”

তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে করপোরেশনের পাওনা আদায়ে আগের প্রশাসন ব্যর্থ হয়েছে। “বন্দর থেকে মাত্র ৩৫-৪০ কোটি টাকা পাচ্ছি। অথচ মাসুলের মাত্র ১ শতাংশ আদায় করতে পারলে বছরে ১৫০-২০০ কোটি টাকা আসা সম্ভব। আগের প্রশাসন অব্যবস্থাপনা করে এই শহরকে ক্ষতিগ্রস্ত করেছে।”

মেয়র আরও বলেন, কর বৃদ্ধি কোনো অযৌক্তিকভাবে চাপানো হবে না। “বর্তমান কর থেকে হয়তো ১০-২০ শতাংশ বাড়তে পারে, কিন্তু ২০০ শতাংশ নয়। এলাকার গুরুত্ব অনুযায়ী কর নির্ধারণের বিষয়েও কাজ করছি।”

ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে পর্যটন নগরীতে রূপান্তরের স্বপ্নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের নগরী খুবই সুন্দর। আমি এমন কিছু জায়গা চিহ্নিত করেছি যা পর্যটনের জন্য আদর্শ। এগুলো উন্নত করে চট্টগ্রামকে একটি আকর্ষণীয় পর্যটন নগরীতে পরিণত করতে চাই, যা আমাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মেয়র। তিনি বলেন, “উত্তর-দক্ষিণে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার মতো কিছু এলাকা রয়েছে। সেগুলো যুক্ত করতে চাই।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি জামশেদুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, লেখক ও কবি অভিক ওসমান, এবং চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মেয়রের পরিকল্পনাগুলোকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরবাসীর উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat