মো: নাহিদ সিকদার, আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে,অফিসের স্থায়ী কর্মচারী,দলিল লেখক ও নকল নবিশদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা,শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক অভ্যন্তরী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আশুগঞ্জ সাব রেজিস্টার জনাব হেনায়েত উদ্দিন এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাব রেজিস্টার জনাব জামাল উদ্দিন। প্রধান অতিথি তার বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জমি রেজিস্ট্রির নতুন ও পুরাতন নিয়ম কানুন সংক্রান্ত ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উক্ত কর্মশালায় আশুগঞ্জ সাব রেজিস্টার উপস্থিত স্থায়ী কর্মচারী,দলিল লেখক ও নকল নবিশদের রেজিস্ট্রি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..