মোঃ নাজমুল হুদা, লামাঃ
লামা উপজেলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
২২জার ৭শত ৫৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার (১ জুন) সকাল ১০টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এখিং মার্মা । লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ইপিআই জেলা সুপারিন্টেন্ডেন্ট উবামং মার্মা,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,ইপিআই মেডিকেল টেকনোজিষ্ট রুপন কান্তি চৌধুরীসহ চিকিৎসক প্রমুখ।
কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ১ শত ৬১ জন শিশুকে একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫ শত ৯৩ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস প্রতিবন্ধী শিশু ১৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস ২১ জন।
দূর্গম পাহাড়ি এলাকায় পাড়া কেন্দ্র এর মাধ্যমে শিশুদের ভিটামিন-এ প্লাস খাওয়ানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর..