×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৪৯ বার পঠিত
গাইবান্ধা প্রতিনিধি: আগামী ২১মে অনুষ্ঠিত হবে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর, হাট-বাজার থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন পাড়া- মহল্লা। পাশা-পাশি মাইকিং প্রচার-প্রচারণায় সরগম হয়ে উঠছে স্বর্বত্র।  এদিকে, নির্বাচনী জ্বরে আক্রান্ত প্রার্থীদের চোখেও ঘুম নেই। নাওয়া-খাওয়া ভুলে রাত দিন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় তারা কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনাসহ দোয়া কামনা করছেন।

চলছে ইরি-বোরো কাটা মাড়াইয়ের মৌসুম। কাজের ব্যস্ততার ফাঁকে সন্ধ্যার পর গ্রামাঞ্চল ও হাট-বাজারের চায়ের স্টলগুলোতে ভোটাররাও আড্ডায় মেতে উঠছেন। 
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেনো, মোঃ আমিনুর জামান (দোয়াত-কলম), শাহ আহসান হাবীব রাজীব (মোটর সাইকেল), মোঃ ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ), মোঃ নুর- এ-হাবীব (টেলিফোন), মোঃ আব্দুল হামিদ মিয়া (আনারস), মকদুবর রহমান সরকার

(হেলিকপ্টার), মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আল আমিন রুহুল (তালা), মোঃ আব্দুর রাজ্জাক (উড়োজাহাজ), নিজাম উদ্দিন খাঁন (মাইক), মাহমুদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), মোঃ মিলন হোসেন (বই), রফিকুল ইসলাম মিলন (চশমা), শরিফুল ইসলাম সনজু (টিউবওয়েল), সনজীবন কুমার দেব (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, তাসলিমা সুলতানা স্মৃতি (ফুটবল), রওশন আরা মুক্তি (সেলাই মেশিন), মোছাঃ পারুল (বৈদ্যুতিক বাল্ব), মোছাঃ মোর্শেদা বেগম (পদ্ম ফুল), মোছাঃ শিল্পী খাতুন (প্রজাপতি), মোছাঃ হাছিনা বেগম (কলস)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat