গাইবান্ধা প্রতিনিধি: আগামী ২১মে অনুষ্ঠিত হবে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর, হাট-বাজার থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন পাড়া- মহল্লা। পাশা-পাশি মাইকিং প্রচার-প্রচারণায় সরগম হয়ে উঠছে স্বর্বত্র। এদিকে, নির্বাচনী জ্বরে আক্রান্ত প্রার্থীদের চোখেও ঘুম নেই। নাওয়া-খাওয়া ভুলে রাত দিন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় তারা কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনাসহ দোয়া কামনা করছেন।
চলছে ইরি-বোরো কাটা মাড়াইয়ের মৌসুম। কাজের ব্যস্ততার ফাঁকে সন্ধ্যার পর গ্রামাঞ্চল ও হাট-বাজারের চায়ের স্টলগুলোতে ভোটাররাও আড্ডায় মেতে উঠছেন।
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেনো, মোঃ আমিনুর জামান (দোয়াত-কলম), শাহ আহসান হাবীব রাজীব (মোটর সাইকেল), মোঃ ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ), মোঃ নুর- এ-হাবীব (টেলিফোন), মোঃ আব্দুল হামিদ মিয়া (আনারস), মকদুবর রহমান সরকার
(হেলিকপ্টার), মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আল আমিন রুহুল (তালা), মোঃ আব্দুর রাজ্জাক (উড়োজাহাজ), নিজাম উদ্দিন খাঁন (মাইক), মাহমুদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), মোঃ মিলন হোসেন (বই), রফিকুল ইসলাম মিলন (চশমা), শরিফুল ইসলাম সনজু (টিউবওয়েল), সনজীবন কুমার দেব (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, তাসলিমা সুলতানা স্মৃতি (ফুটবল), রওশন আরা মুক্তি (সেলাই মেশিন), মোছাঃ পারুল (বৈদ্যুতিক বাল্ব), মোছাঃ মোর্শেদা বেগম (পদ্ম ফুল), মোছাঃ শিল্পী খাতুন (প্রজাপতি), মোছাঃ হাছিনা বেগম (কলস)।
এ জাতীয় আরো খবর..