নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে এসএসসি সমমান মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী শতভাগ ফেল করেছে। চার প্রতিষ্ঠানে মোট ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস করেনি।
সোমবার (১৩ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামছুল হক সোনালী কন্ঠ প্রতিনিধিকে এ তথ্য জানান। তিনি বলেন, কেউ পাস না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠানগুলো হলো-সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ আলহাজ্ব আহমাদ আলী দাখিল মাদ্রাসা,উপজেলার বগুড়া দাখিল মাদ্রাসা, বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা ও এলংজানী দাখিল মাদ্রাসা।
এলংজানী দাখিল মাদ্রাসার সুপার শাহাদৎ হোসেন বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি।
উপজেলার বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসার সুপার শফিক উদ্দিন বলেন, মাদ্রাসাটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে। যে কারণে এবার কেউ পাস করতে পারেনি।
আলহাজ্ব আহমাদ আলী দাখিল মাদ্রাসার সুপার শেফায়েত উল্লাহ্ বলেন, প্রতি বছরই শিক্ষার্থীরা পাস করে। কিন্তু এবার কেউ পাস করতে পারেনি। তবে আগামীতে আমরা ভালো ফলাফল করাতে পারব ইনশাআল্লাহ।
বগুড়া দাখিল মাদ্রাসার সুপার বলেন, এবছর শিক্ষার্থীরা ফেল করলেও আগামীতে শতভাগ সাফল্য অর্জন করাতে পারব ইনশাআল্লাহ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, ওই চার প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যায়ের কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ জাতীয় আরো খবর..