ফেনী প্রতিনিধি: শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বিগত দিনে ফেনী জেলাব্যাপী সেতু ও কালভার্ট নির্মাণে ব্যাপক উন্নয়ন হলেও অধিকাংশ দৃশ্যমান কোন কাজে আসছেনা।সংযোগ সড়ক বিহীন এসব প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।ফলে এসব উন্নয়ন জনগণের কোন কল্যানে আসছেনা।আবার যাতায়াত অসুবিধায় কাংখিত সেবা না পাওয়ায় সেতু সংলগ্ন দুই গ্রামের বাসিন্দাদেরও আশা ভরসা গুড়ে বালি হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদীর উপর সংযোগ সড়ক বিহীন অবস্থায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু।ফলে দুই গ্রামের মাঝে নদীর উপর সেতু নির্মাণ করা হলেও উপযোগী সংযোগ সড়কের অভাবে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে যাবে।
সংশ্লিষ্ট ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ২০২০ সালের ১২ অক্টোবর থেকে ৮ কোটি ৯৪ লাখ টাকা ২৪ হাজার ৬শ ৩৩ টাকা ব্যয়ে কালিদাস পাহালিয়া নদীর উপর ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ও সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের সংযোগ সেতু নির্মাণ কাজ শুরু করে হক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।২০২৩ সালের ৬ জুন সেতুটির কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও চলতি বছরে এসে শেষ হয়।কিন্তু উপযোগী সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে।জনগণের ব্যবহার উপযোগী সেতু নির্মাণ না করায় সরকারের বিপুল পরিমাণ অর্থ গচ্ছা যাবে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
সাইদুল্লাহ মাহফুজ নামে এক কলেজছাত্রজানিয়েছেন, সেতুটি উপযোগী করে চালু করা হলে দুই গ্রামের বাসিন্দাদের মাঝে আত্নার সম্মিলন ঘটবে।এছাড়া যাতায়াত সুবিধায় শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক বেশি কাজে আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর পূর্ব অংশ থেকে সংযোগ সড়কটি ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরহাদ নগর গ্রামের কাশেম ড্রাইভার বাড়ি সংলগ্ন পর্যন্ত পাকা রাস্তার সাথে উপযোগী করে নির্মাণ করা জরুরি।না হয় সেতুটি ব্যবহারে জনসাধারণের তেমন কাজে আসবেনা।
এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক জানিয়েছেন,জনসাধারণ যাতে স্বতঃস্ফূর্তভাবে সেতুটি ব্যবহার করতে পারে, সেজন্য উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..