ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি: রাত পোহালেই বুধবার ৮মে শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী দুই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা।
জানা যায়, শ্রীবরদী উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন,ভাইস চেয়ারম্যান পদে ১৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল(হেলিকপ্টার প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম(কই মাছ প্রতীক),উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম ভাসানী(কাপ পিরিচ প্রতীক),সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দকার ফারুক হোসেন (আনারস প্রতীক),উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ (ঘোড়া প্রতীক),সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা (দোয়াত কলম প্রতীক),ও আব্দুল মতিন( মোটর সাইকেল প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন নজরুল ইসলাম (গ্যাস সিলিন্ডার প্রতিক),মোঃ হাবিবুল্লাহ (আইসক্রিম প্রতীক), হাফিজুর রহমান (তালা প্রতীক),আলমগীর হোসেন( মাইক প্রতীক), গোলাম মোস্তফা (পান পাতা পতীক), ফজলুর রহমান (বৈদ্যুতিক বাল্ব, মোহাম্মদ জুবায়দুল ইসলাম রাজন (ঘুড়ি পতীক), মোঃ সাদমান সৌমিক মুন (চশমা প্রতীক), ফরিদ আহাম্মেদ নিলু (টিয়া পাখি প্রতীক),এবিএম সাইফুল মালেক (বই প্রতীক), মো আব্দুর রহিম (টাইপ রাইডার প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, জেসমিন আক্তার প্রজাপতি প্রতীক,ফুলমালা বেগম পদ্মফুল প্রতীক, চম্পা বেগম ফুটবল প্রতীক, জাহানার বেগম ডলি কলস প্রতীক,লিপি বেগম হাস প্রতীক।
অপরদিকে ঝিনাইগাতী উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ( আনারস প্রতীক),বিএনপি নেতা মো: আমিনুল ইসলাম বাদশা (দোয়াত কলম প্রতীক),উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ (মোটর সাইকেল প্রতীক), উপজেলা জাসদের সাধারন সম্পাদক এ.কে.এম ছামেদুল হক (ঘোড়া প্রতীক), মালিঝিকান্দা ইউনিয়ন ডাকুরপাড় গ্রামের মোঃ সোহরাওয়াদী বাহাদুর লাল (কাপ পিরিচ প্রতীক)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন,উপজেলা যুবলীগ নেতা মো: রকিবুল ইসলাম (রোকন) (চশমা প্রতীক), মো: জহুরুল ইসলাম (গ্যাস সিলিন্ডার প্রতীক), মোখলেছুর রহমান (বই প্রতীক), মেহেদী হাসান মামুন (মাইক প্রতীক), মো: আব্দুল কাদের (টিয়া প্রতীক), মো: আব্দুল মান্নান বৈদ্যুতিক (বাল্ব প্রতীক), মো: ফজলুর করিম( তালা প্রতীক), মিন্টু মিয়া) (টাইপ রাইডার প্রতীক), মো: মোনায়েম (উড়োজাহাজ প্রতীক),মো: শাহ আলম (পালকী প্রতীক),মো: হারুনুর রশীদ (আসক্রীম প্রতীক),মোফাজ্জল হোসেন (টিউবওয়েল প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, খৈলকুড়া গ্রামের মোছাঃ লাইলী বেগম(প্রজাপতি প্রতীক,গান্দিগাঁও গ্রামের আকলিমা বেগম (সেলাই মেশিন),শেফালী বেগম (বৈদ্যুতিক পাখা), সুফিয়া (পদ্ম ফুল) রুপালী (কলস প্রতীক), নাসিমা (হাঁস প্রতীক), জেসমিন আক্তার (ফুটবল প্রতীক)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৯ জন।কেন্দ্র সংখ্যা ৮৬টি।ঝিনাইগাতিতে মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০ জন। কেন্দ্র সংখ্যা ৫৫টি।
নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন নবাগত পুলিশ সুপার মো: আকরামুল হোসেন,পিপিএম।
এ জাতীয় আরো খবর..