গোপালগঞ্জ প্রতিনিধি: সিধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুস্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যে রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উরফি গ্রামের পশ্চিম পাড়ায়। এসিডে দগ্ধ গৃহবধু শারমিনকে গোপালগঞ্জ আড়াইশবেড হাসপাতালে ভতি করা হয়েছে।
গোপালগঞ্জ আড়াইশবেড হাসপাতালের ৪ তলায় চিকিৎসাধীন এসিড দগ্ধ গৃহবধু শারমিনের মা চম্পা বেগম আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার পর কয়েকজন যুবক সিধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে আমার মেয়ে শারমিনকে ঘুম থেকে জাগায়।
এরপর তারা আমার মেয়ের মুখ চেপে ধরে তার শরীরের বিভিন্ন স্থানে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন স্থান ঝলসে গেছে।
মেয়ের আত্নচিৎকারে বাড়ীর লোকজনসহ আশপাশ এলাকার লোকজন ছুটে গিয়ে শারমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ আড়াইশবেড হাসপাতালে ভতি করেন। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা পরিস্কারভাবে বলতে পারেনি শারমিনের মা চম্পা বেগম।
হাসপাতালে অচেতন শারমিনের জ্ঞান ফিরলে জানা যাবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন শারমিনের পরিবার।
এ রিপোট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি। শারমিন উরফি গ্রামের কালু মিয়ার মেয়ে ও প্রবাসী হানিফ মুন্সির স্ত্রী।
এ জাতীয় আরো খবর..