নিজস্ব প্রতিবেদক: ঈদ এর খুশি সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ভর্তুকি মূল্য দ্রব্যমূল্য বিতরণের জন্য।এই ধারাবাহিকতায় দলীয় প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুসরন করে সাধারণ মানুষ যাতে ঈদের সামগ্রী কম মূল্যে ক্রয় করতে পারে এজন্য ভূর্তকী মূল্যে বিতরনের উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।গতন৩ মার্চ বুধবার ময়মনসিংহ নগরীর কালী শংকর গুহ রোডে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু করেন দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি । 'এ সময় তিনি বলেন, ঈদের আগে মানুষের জন্য ক্ষুদ্র কিছু করার প্রয়াসেই আমাদের এমন উদ্যোগ। মানুষের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে।প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন পয়েন্টে ৫ হাজার প্যাকেট ভর্তুকি মরলে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছেন চাহিদা বেশি হলে প্যাকেটের সংখ্যাও বাড়ানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম বলেন, ঈদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমিনুল হক শামীম ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রির যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। যারা এই সুবিধা নিচ্ছেন তারাও খুবই আনন্দিত হয়েছেন।ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন শামীম সাহেব। ঈদের আগে মানুষের খুবই উপকার হবে এই ধরনের উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি শংকর সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)'র উদ্যোগে জনসাধারণের সহজলভ্যতা বিবেচনায় করে ভর্তুকি মূল্যে নিম্ন-মধ্যবিত্তসহ ৫ হাজার জনসাধারণের জন্য ৮ শত টাকা করে ৫ দিন বিভিন্ন স্পষ্টে ঈদ সামগ্রী প্রতিদিন বিক্রয় করা হবে।
এ জাতীয় আরো খবর..