নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে গুরু সত্তা-ভিগোনা মৌজায় সরকারি খাস জমিসহ তিন ফসলি কৃষি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন-মাটি ব্যবসায়ী দেলোয়ার,কালাম মেম্বার, রহিজ উদ্দিন মেম্বার, আক্কাজ, শরীফ, নুর ইসলাম এবং জনি।এলাকার মুরুব্বিগণ বলেন ওই মৌজায় সরকারি খাসজমি রয়েছে। তথ্য মতে সরকারি খাস জমি ও তিন ফসলি কৃষি জমির মাটি কাটার ফলে,একদিকে সরকারি আইন লংঘন করা হচ্ছে, অন্যদিকে আশেপাশের কৃষকদের তিন ফসলি কৃষি জমি যেকোনো সময় ভেঙে ডোবায় পরিনত হবে।কৃষকরা ভয়ে মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। মাটি ব্যবসায়ীদের মূল হোতা দেলোয়ার বলেন, গুরু সত্তা মৌজায় আমি তিন ফসলি কৃষি জমির মাটি কাটছি না, তবে অন্যান্য মাটি ব্যবসায়ীদের নিকট থেকে মাটি কিনে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে থাকি।
সাধারণ কৃষকরা বলেন, পুটাইল ইউনিয়নের নায়েব কে ম্যানেজ করে সরকারি খাস জমি ও তিন ফসলি কৃষি জমির মাটি কেটে থাকেন।পুটাইল ইউনিয়ন ভূমি সহকারী কে ফোন করলে, ফোন রিসিভ করেন না, পরবর্তীতে সাংবাদিকরা তার অফিসে গিয়ে, গুরুসত্ত্বা মৌজার খাস জমি ও তিন ফসলী কৃষিজমির মাটি কাটার বিষয়ে জানতে চাইলে, সাংবাদিকদের ইউ এন ও অফিসে যেতে বলেন। নায়েব গুরু সত্তা মৌজার সরকারি খাস জমি ও তিন ফসলি কৃষিজমির মাটি কাটার বিষযে সাংবাদিকদের জানানোর কথা বলে পরবর্তীতে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেন নি। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন ঢালী কে ফোন করলে তিন ফসলি কৃষি জমির মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।
এ জাতীয় আরো খবর..