নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীধর নগর, সিধুনগর নদীতে সরকারি আইন অমান্য করে, ভূমিধস্যু ছানু, অভি ও রেজা মন্ডল অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
নদীতে অবৈধভাবে ড্রেজার বাণিজ্যের ফলে শ্রীধর নগর, সিধু নগর নদী পাড়ের তিন ফসলী কৃষি জমি ও ঘরবাড়ি নদী গর্ভে চলে যাচ্ছে। স্থানীয়রা বলেন, প্রশাসন ড্রেজার বাণিজ্য বন্ধ না করে,লোক দেখানো অভিযান চালিয়ে, মাঝেমধ্যে ড্রেজার পাইপ ভেঙ্গে, বড় ধরনের কোন জরিমানা ও ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন মামলা না দিয়ে, নদী শোষণের পরিবর্তে নদী শাসন করে যাচ্ছে। সরকারি আইন অমান্য করে নদীতে অবৈধ ড্রেজার বাণিজ্যে বন্ধ করার বিষয়ে, পয়লা ইউনিয়ন ভূমি সহকারি, ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার কে বারবার ফোন করলে ও ফোন রিসিভ করেন নি।
এ জাতীয় আরো খবর..