×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৫২ বার পঠিত
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে  প্রান্তিক  কৃষকের মাঝে সরকারের ভর্তুকিমূল্যে বিতরণকৃত কম্বাইন্ড হারভেস্টারের  মেশিন ও  যন্ত্রাংশ  বিক্রি করে ফেলেছে যুবলীগ নেতা । 

জানা গেছে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম ১ মে ২০২২ ইং তারিখ প্রায় ৩০ লাখ টাকার মুল্যের হার্ভেষ্টার মেশিন ৭০ শতাংশ ভর্তুকিতে মাত্র ৯  লাখ টাকা চুক্তিতে মেশিনটি ক্রয় করেন আমতলী কৃষি অফিস থেকে। মেশিনটি নেওয়ার পর কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি আমতলী সদর ইউনিয়ন যুবলীগ নেতা গাজী হান্নান পরিচালনা করেন। সম্প্রতি লোভল কম্বাইন্ড হারভেস্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করে দেয় যুবলীগনেতা গাজী হান্নান ।  মেশিনের বাকি অংশ গাজী হান্নানের বাড়ী উপজেলার ফকির বাড়ী বাসস্ট্যান্ডের নিকট পড়ে রয়েছে। 

আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, হান্নান ও আমি এক সাথে যুবলীগের রাজনীতি করতাম সেই সুবাদে আমি তাকে মেশিনটি ছাড়িয়ে দিয়েছি । এখন মেশিনটির কি অবস্থা তা হান্নান ভাল করে জানেন।
যুবলীগ নেতা গাজী হান্নান হার্ভেষ্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করার কথা স্বিকার করে বলেন, আমি নজরুল ইসলামের কাছ থেকে কম্বাইন্ড হারভেস্টারটি ভাড়া নিয়ে ব্যবসা করছি। মেশিন বিক্রির বিষয়ে বলেন কম্বাইন্ড হারভেস্টারটি উত্তরাঞ্চলে পাঠিয়ে ছিলাম সেখানে বড় গাড়ীর সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিধায় মেশিন ও  যন্ত্রাংশ বিক্রি করেছি ।

আমতলী উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় কম্বাইন্ড হারভেস্টার কোন ক্রমে বিক্রয় করা যাবেনা এবং উপজেলার বাহিরে  নিয়ে ও ব্যবসা করা  করতে হলে অফিসের অনুমতি নিতে হবে।  যদি এক্সিডেন্টে ক্ষতিগ্রস্থ হয় তা হলে রিপিয়ারিং করা যাবে কিন্তু বিক্রয় করা যাবেনা।  

জানা গেছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে (ভর্তুকি মূল্যে) কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্যোগ নেয় সরকার। দুর্যোগপ্রবণ এলাকা হিসাবে বরগুনার আমতলীতে  প্রান্তিক কৃষকের মাঝে প্রতিটি হারভেস্টারে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে বিক্রি করেন উপজেলা কৃষি অফিস। 
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দুটি স্বনামধন্য হারভেস্টার কম্পানি এসিআই ও মেটাল এই ভর্তুকি মূল্যে হারভেস্টার দিয়ে থাকে। কম্পানি থেকে এটি কিনতে গেলে ৩০ লাখ টাকার বেশি দাম পড়ে। অথচ সরকার ভর্তুকী দিয়ে সেই মেশিন মাত্র ৯ লাখ টাকায় বিতরণ করে। শুধু তাই নয়,  মেশিনটি পেতে সহজ কিস্তির সুবিধাও রয়েছে। 

এ ব্যাপারে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা   মোবাইল ফোনে  জানান, এই হার্ভেষ্টার মেশিন সম্পর্কে এসিআই ও মেটাল কোম্পানির কাছ থেকে অভিযোগ পেয়েছি  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম মুঠোফোনে জানান, অভিযোগের সত্যতা পাওয়াগেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat