নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নারচী গ্রামের মৃত আক্কাজ এর বড় ছেলে মোশারফ, রেলওয়ে চাকরি দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারণা করেছে বলে জানা যায়। বেগুন নারচী গ্রামের তারা মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া কে বাংলাদেশ রেলওয়ে চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে। প্রতারক দালাল মোশারফ হোসেন চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে চাকরি, টাকা ও স্ট্যাম্প ফেরত দেওয়ার নামে বিভিন্ন তালবাহানা, ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে। মো:সেলিম মিয়ার পিতা তারা মিয়া, তার বড় ভাই তারিফ হোসেন বলেন, আমরা অসহায় সাধারণ সহজ সরল দিনমজুর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অন্যর বাড়িতে দিনমজুর হিসেবে,মাটি কাটার কাজ করে, জমানো সাত লক্ষ টাকা চাকরির প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করে প্রতারণা করেছে।আমাদের নিকট থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে ৭ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে বলে জানতে পেরেছি।আমরা সারা জীবনের জন্য নিঃস্ব হয়ে গেছি, আমাদের টাকা যে কোন উপায়ে ফেরত চাই এবং দালাল, প্রতারক মোশারফ এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।বাসুদেব বাড়ির হালিম মোল্লা বলেন আমার ছোট মামা মাজার মামা আরো বেশ কয়েকজনের সামনে চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা নিয়েছে দালাল প্রতারক মোশারফ হোসেন । সেই সাথে ১০০ টাকার ২টি ননজুডিশিয়াল ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়েছে, যাতে করে ভুক্তভোগীরা থানা, কোর্টে কোন অভিযোগ না দিতে পারে। ভুক্তভোগী মোঃ সেলিম মিয়া ২২/০ ৩/ ২০২৪ ইং তারিখে বলেন, দালাল, প্রতারক মোশারফ ৭ লক্ষ টাকা ও স্ট্যাম্প ফেরত দেওয়ার জন্য আবার ও ঈদ পর্যন্ত সময় নিয়েছে।সাংবাদিকদের নিকট দালাল প্রতারক মোশারফ বলেন ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে টাকা এবং স্ট্যাম্প ফেরত দিয়ে দিব।পয়লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সাইদ বলেন, ভুক্তভোগীরা ৭ লক্ষ টাকা দিয়েছে আমি শুনেছি।
এ জাতীয় আরো খবর..