পিরোজপুর, প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় আসা যাওয়ার পথে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করছে বখাটেরা । এতে বেশ কয়েকজন মাদ্রাসা ছাত্রী মাদ্রাসায় যেতে নিরাপত্তার অভাববোধ করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে ভ’ক্তভোগি কয়েকজন ছাত্রী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখতি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানাগেছে, ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার বেশ কয়েজন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে একদল বখাটের উৎপাতের শিকার হচ্ছে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের দেখে নেওয়ারও হুমকি দিচ্ছে। ফলে ছাত্রীদের মাদ্রাসায় যাওয়া আসায় নিরাপত্তার অভাব বোধ করছেন শিক্ষার্থীরা।
স্থানীয় নদমুলা গ্রামের ইব্রাহীম মুন্সীর দুই ছেলে সজিব মুন্সী, শফিকুল মুন্সী ও তাদের সহযোগিরা মিলে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ছাত্রীদের সাথে অশোভন আচরণ ও কটুক্তি করে আসছে। এতে শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় যেতে এখন ভয় পাচ্ছে।
এাদ্রাসা সুপার এ.কে.এম শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীদের উত্যক্তের বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত দিলে হবে না। শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ দিতে হবে। তাহলে আইনের আওতায় আনা যাবে বলে তিনি জানান।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াছিন আরাফাত রানা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হবে শীঘ্রই।
এ জাতীয় আরো খবর..