এস.এম রবি,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে এক মানসিক ভারসাম্যহীন(পাগলী)নারীকে মারপিটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪মার্চ)পাগলী নারীকে মারপিটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে মহেশপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন জলিল তরফদারের ছেলে মহির তরফদার(৪৫), খাইরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন(৩৫),মহির উদ্দিনের ছেলে রাব্বি তরফদার(১৬), নুরুল-আমিনের ছেলে তারিক মনোয়ার(১৬), সানোয়ারের ছেলে ওসমান(১৬)। উপজেলার নেপা ইউপির খোশালপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সোমবার দুপুর ৩টার দিকে খোশালপুর বাজারে দোকানের সামনে শুয়ে ছিলো মানসিক ভারসাম্যহীন ঐ নারী। দোকান খোলার সময় দোকানদার পাগলীকে চলে যেতে বললে পাগলী দোকান মালিকের উপর ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মহির তরফদার ও নাজমুল হোসেনের নেতৃত্বে কয়েক জন মিলে লাটিসোটা দিয়ে পাগলীকে ব্যাপক ভাবে নির্যাতন করে। মানসিক ভারসাম্যহীন নারী বিলু খাতুন (৪০) পলিয়ানপুর গ্রামের মৃতঃ হজো আলীর মেয়ে ।
এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানায়,মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই ৫ জনকে আটক করেছে পুলিশ
এ জাতীয় আরো খবর..