×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ৩৬২ বার পঠিত
মোঃ মোরসালিন গৌরীপুর প্রতিনিধি: বর্তমান ময়মনসিংহ বিভাগের গৌরীপুর এবং পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ বাজার এর গোলকপুর এস্ট্যাটের জমিদার শ্যামচন্দ্র বাহাদুর চৌধুরীর একমাত্র ছেলে শম্ভুচন্দ্র রায় চৌধুরীর নাম অনুসারে প্রায় আড়াইশো বছর পূর্বে এই জনপদের নাম হয়  শ্যামগঞ্জ । কালের বিবর্তনে ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র হয়ে উঠে এই শ্যামগঞ্জ বাজার। ঐতিহ্যবাহী  এই শ্যামগঞ্জ বাজারে ছিলো না কোন সংগঠিত ব্যবসায়ী সমিতি। দীর্ঘ বছর পর ছয় সদস্য বিশিষ্ট একটি ব্যবসায়ী সমিতি অনুমোদন করা হয়েছে।

এক বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নিউ আরাফাত মেজর অটো রাইস মিলের মালিক মোঃ গোলাম মোস্তফা মানিক( ফকির ), যৌথভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন, অসীম এন্টারপ্রাইজের মালিক মোঃ মফিদুল ইসলাম (অসীম), এবং তিব্বত কোম্পানির ডিস্ট্রিবিউটর বাবু গোবিন্দ বণিক, কোষাধক্ষের দায়িত্বে যৌথভাবে আছেন, মেসার্স দয়াল ভান্ডারের স্বত্বাধিকারী  স্মরণ বণিক সন্টি, এবং বাজার ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন মেসার্স মন্ডল হার্ডওয়ার এন্ড পেইন্ট স্টোরের স্বত্বাধিকারী মোঃ মোরসালিন আহমেদ (মুসা)।
৫ ই মার্চ সকাল ১১ টায় শ্যামগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। বাজারের সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা, কমিউনিটি পুলিশের পাহারাদার জোরদার করা, বাজারের ব্যবসায়ী সদস্যদের স্বার্থ রক্ষা করা, সরকারি ভাবে নিবন্ধন করার লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনটিকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলাই হবে এই কমিটির মূল লক্ষ্য।

নবগঠিত কমিটির সভাপতি মানিক ফকির বলেন, আমি ব্যবসায়ীদের সেবক হিসেবে কাজ করতে চাই, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সুসংগঠিত একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া আমার মূল লক্ষ্য।
বাজারের গার্মেন্টস কাপড়ের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলে, বহু বছর পরে বাজারে একটি ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে,আমরা সাধারণ ব্যবসায়ীরা আশাবাদী এই সংগঠনটির মাধ্যমে ব্যবসায়ীরা তাদের সব রকমের সুযোগ সুবিধা পাবে।

কাঁচামালের আরত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, ব্যবসার ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের বেশি ঝামেলা পোহাতে হয়, শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি হওয়াতে আশা করি এই সমস্যাগুলো কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat