ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ নিয়ে ৪টি ট্রাক প্রবেশ করেছে। অনুমতিপত্র না পাওয়ায় হিলি ও বেনাপোল দিয়ে কোনো পেঁয়াজ আসেনি।
রোববার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাক ১০৮ টন পেঁয়াজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে। এ নিয়ে দুই দিনে এই বন্দর দিয়ে মোট ৮২৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে। এর আগে পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার আগের এলসি করা ৭২২ টন পেঁয়াজ নিয়ে ৩১টি ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে।