দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার চিলমারীর খারিজাথাক থেকে ১৯৩৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি ও নগদ ৯৯ হাজার টাকা ও দেশীয় অস্ত্র ২ টি হাসুয়া সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১২সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে । বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় র্যাব-১২ কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১২সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এরনির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষআভিযানিক দল মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় খারিজাথাক গ্রামের মোঃ ওমর বেপারীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন (৫০)কে গ্রেফতার করে ১৯৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যারআনুমানিক মূল্য ৫৮ লাখ ৮ হাজার টাকা সেই সাথে মাদক বিক্রয়ের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ০৮ রাউন্ড গুলি সহ নগদ ৯৯ হাজার টাকা ও ২টি দেশিও অস্ত্র হাসুয়া উদ্ধার হয় বলে জানায়।
আটককৃত শেফালী খাতুন স্বীকারোক্তিতে জানায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছে। র্যাব জানাই আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..