দক্ষিণ রাশিয়ার দাগেস্তানে একটি পেট্রল স্টেশনে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং রিয়া নভোস্তি সংবাদ সংস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে।
টেলিগ্রামে মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঘটনার ফলে মোট ১০২ জন আহত হয়েছে। যাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে ২৭ জন মারা গেছে।’ দাগেস্তানের রুশ ফেডারেশনের তদন্ত কমিটি টেলিগ্রামে বলেছে, আগুন ছড়িয়ে পড়লে স্টেশনে বিস্ফোরণটি ঘটে। কমিটি আরো বলেছে, ‘গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন অগ্নিকাণ্ড ঘটেছিল, তারপর একটি বিস্ফোরণ ঘটে।
যার ফলস্বরূপ অনেক মানুষ মারা যায় এবং অনেক আহত হয়। কাছাকাছি থাকা ভবন এবং গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়।
রাত ১০টা নাগাদ কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত আঞ্চলিক রাজধানী মাখাচকালায় এই বিস্ফোরণটি ঘটে। একটি ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের ফলে রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে।
বিশাল বড় আগুনের কুণ্ডলী ওপরের দিকে উঠছে। এ ছাড়া ঘটনাস্থলে দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি দেখা যায়। গুরুতর আহতদের বিমানে করে মস্কোতে সরিয়ে নেওয়া হয় বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তারা আরো জানায়, আগুন ৬০০ বর্গমিটার (৬,৪৬০ বর্গফুট) এলাকায় ছড়িয়ে পড়ে এবং আরো বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদপত্র ইজভেস্টিয়া জানিয়েছে, পেট্রল স্টেশনের বিপরীতে একটি গাড়িতে আগুনের সূত্রপাত হয়েছিল। প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণের পর সব কিছু আমাদের মাথায় পড়ে যায়। আমরা আর কিছুই দেখতে পাইনি।’
দাগেস্তান সরকার ১৫ আগস্টকে শোক দিবস ঘোষণা করেছে। দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান মেলিকভ বলেছেন, ‘সারা দেশে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও টিভি চ্যানেলগুলোকে বিনোদন অনুষ্ঠান বাতিল করতে বলা হবে।’
এ জাতীয় আরো খবর..