অপেক্ষার পালা ফুরাল বলে!
আর মাত্র তিন দিন পরই যে শুরু হয়ে যাচ্ছে ইউরোপের শীর্ষ তিনটি ফুটবল লিগ। শুক্রবারই ২০২৩-২৪ লিগ মৌসুমের পর্দা উঠছে ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সে। ওই দিনই মাঠে নেমে পড়ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম দিনটাতেই মুখোমুখি গুরু-শিষ্য পেপ গার্দিওলা ও ভিনসেন্ট কোম্পানি। ঘরের মাঠে গার্দিওলার সিটিকে আতিথেয়তা দেবে এক মৌসুম দ্বিতীয় স্তরে কাটিয়ে আসা বার্নলি। দলটির কোচ সিটির দীর্ঘ দিনের সঙ্গী কোম্পানি। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় শুরু হবে সেই ম্যাচ।
শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ওই একটিই। তবে পরদিন আছে ছয়টি ম্যাচ। শনিবার ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে খেলবে গতবারের রানার্সআপ আর্সেনাল। পরের দিন রোববারই মৌসুমের প্রথম ‘বড়’ ম্যাচটাও দেখে ফেলবে প্রিমিয়ার লিগ। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যে স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি চেলসি ও লিভারপুল। সেদিন সন্ধ্যায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে হ্যারি কেইনের টটেনহাম। আরেক বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচ সোমবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪
শুরু ১১ আগস্ট ২০২৩
শেষ ১৯ মে ২০২৪
দল ২০
শুক্রবার লা লিগায় প্রথম দিনে দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আলমেরিয়া ও রায়ো ভায়েকানো। দিনের দ্বিতীয় ম্যাচটি সেভিয়া ও ভ্যালেন্সিয়ার। স্পেন ও ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম ম্যাচটি খেলবে শনিবার। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে রিয়ালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। রিয়াল মাঠে নামার ঠিক ২৪ ঘণ্টা পর এবারের লিগে প্রথম ম্যাচটি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়ালের মতো বার্সাও প্রথম ম্যাচটি খেলবে প্রতিপক্ষের মাঠে, হেতাফের বিপক্ষে। তৃতীয় শক্তি আতলেতিকোর প্রথম ম্যাচ সোমবার গ্রানাদার বিপক্ষে।
লা লিগা ২০২৩-২৪
শুরু ১১ আগস্ট ২০২৩
শেষ ২৬ মে ২০২৪
দল ২০
নিস ও লিলের ম্যাচ দিয়ে আগামী শুক্রবারই শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ আঁর নতুন মৌসুম। চ্যাম্পিয়ন পিএসজি প্রথম ম্যাচটা খেলবে শনিবার লোরিয়াঁর বিপক্ষে। এবার ফ্রেঞ্চ লিগে দলের সংখ্যা কমে গেছে। গত মৌসুমে ২০টি দল খেললেও এবার লিগটি ১৮ দলের। লিওনেল মেসি চলে গেছেন, কিলিয়ান এমবাপ্পেও থাকতে চাচ্ছেন না, গতকাল আবার নেইমারও জানিয়ে দিয়েছেন, তিনিও ছাড়তে চান পিএসজি। এমবাপ্পে-নেইমাররা শেষ পর্যন্ত চলে গেলে ‘তারকাশূন্য’ লিগ আঁ নিয়ে আগ্রহের পারদ কতটা উঁচুতে থাকবে, বড় প্রশ্ন এখন সেটিই।
ফ্রেঞ্চ লিগ আঁ
শুরু ১১ আগস্ট ২০২৩
শেষ ১৮ মে ২০২৪
দল ১৮
জার্মান বুন্দেসলিগা শুরু হবে আরও এক সপ্তাহ পর। ১৮ আগস্ট লিগের প্রথম দিনেই মাঠে নামবে টানা ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ভেরডার ব্রেমেন আতিথেয়তা দেবে বাভারিয়ান পরাশক্তিকে। ১৮ দলের লিগে বায়ার্নের মূল প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের প্রথম ম্যাচ ১৯ আগস্ট কোলনের বিপক্ষে।
বুন্দেসলিগা ২০২৩-২৪
শুরু ১৮ আগস্ট ২০২৩
শেষ ১৮ মে ২০২৪
দল ১৮
বুন্দেসলিগার এক দিন পর ১৯ আগস্ট শুরু হবে ইতালিয়ান সিরি ‘আ’। প্রথম দিনে হবে চারটি ম্যাচ, যার একটিতে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে আতিথেয়তা দেবে এবার সিরি ‘আ’তে উঠে আসা ফ্রজিনোনে। ইন্টার মিলানও প্রথম দিনেই মাঠে নেমে পড়বে। তাদের প্রতিপক্ষ মোনৎসা। রোমা ও জুভেন্টাসের প্রথম ম্যাচ পরের দিন। এসি মিলানের প্রথম ম্যাচে ২১ আগস্ট।
সিরি ‘আ’ ২০২৩-২৪
শুরু ১৯ আগস্ট ২০২৩
শেষ ২৬ মে ২০২৪
দল ২০
এ জাতীয় আরো খবর..