রাত পৌনে আটটায় সেখানে পৌঁছে যান তামিম ইকবাল। কিছুক্ষণ পর ঢুকলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। রাত ৮টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল।
সন্ধ্যায় জানা গেল বৈঠকের ভেন্যু - গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। সময়ও জানা গেল – রাত ৮টায়। রাত পৌনে আটটায় সেখানে পৌঁছে যান তামিম ইকবাল। কিছুক্ষণ পর ঢুকলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। রাত ৮টায় অবশ্য বৈঠক শুরু হতে পারেনি। নাজমুল হাসান পাপনই যে বাসায় ছিলেন না।
বৈঠক যখনই শুরু হোক, বিসিবি বৈঠক শেষে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রেখেছে আগেই। কী ঘোষণা আসবে সেই সংবাদ সম্মেলনে? তামিমের ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে বৈঠকে? আপাতত এই প্রশ্নগুলো নিয়ে অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়ে পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর থেকে ফিরেও আসেন তামিম। তবে তার চোট ও মানসিক ধকল সামলাতে তাকে দেড় মাসের ছুটি দেন প্রধানমন্ত্রী। লন্ডনে ডাক্তার দেখিয়ে গত সোমবার দেশে ফেরেন তামিম। এরপর থেকেই বিসিবির সঙ্গে তার বৈঠক সবার আগ্রহের কেন্দ্রে।
মূলত তামিম এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলার মতো ফিট কি না, খেললেও অধিনায়ক হিসেবে খেলবেন কি না – এ প্রশ্নগুলো ঘিরেই যত আগ্রহ।
ছুটিতে থাকার সময়েই বাংলাদেশের এক সংবাদমাধ্যমে তামিম বলেছিলেন, ছুটি শেষে ফিরে বিসিবির সঙ্গে তার আলোচনার ওপরই নির্ভর করবে সবকিছু। ‘চেইন অব কমান্ড’ মেনে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গেই কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম, সে বৈঠকে বিসিবি সভাপতিও থাকছেন।
এ জাতীয় আরো খবর..