×
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ৪১ বার পঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে "বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার লক্ষ্যে" একটি আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ জানুয়ারি) রবিবার সকাল ১২ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল, "প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি"।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব ইসরাত ফারজানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) জনাব মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও) মোঃ আতাউর রহমান, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন, আব্দুর রব সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ মোর্শেদুল আলম।

আলোচনা সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য "রেইজ প্রকল্পের ভূমিকা" বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। রেইজ প্রকল্পের মাধ্যমে কীভাবে প্রত্যাগত অভিবাসীরা আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ পেতে পারেন, তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থিক ও সামাজিক পুনর্বাসনে সরকারের ভূমিকা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat