×
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ৩৪ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে গুলিবিদ্ধ হয়ে মো. এরশাদ (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোপাপাড়া টেকে এ ঘটনা ঘটে।

আহত এরশাদ কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বকশিরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতেই ৯ নম্বর ওয়ার্ডে একটি তাফসীরুল কুরআন মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সিএনজি যোগে ধোপাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে মো. এরশাদ গুলিবিদ্ধ হন।

এদিকে, স্থানীয়রা ধারণা করছেন, এই হামলার কারণ হতে পারে পূর্বের একটি ঘটনা। এর আগে দক্ষিণ কাঞ্চনার কনির দোকান এলাকায় আব্দুল হাকিম (৩৮) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার জেরে এ হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউসুফ, আবু বকর, রিফাত এবং পিচ্চি মিজান এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

ঘটনার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat