×
সদ্য প্রাপ্ত:
দেশ বিরোধী হাসিনা মনমোহন চুক্তি স্বাক্ষরের ১৫ তম বার্ষীকিতে মুক্তি কাউন্সিলের আহবান তেলেঙ্গানায় রিল বানাতে গিয়ে পা ফস্কে বাঁধের জলে পড়ে ডুবে মৃত্যু ৫ বন্ধুর ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ মাওবাদী নিহত নওগাঁর মান্দায় প্রধান শিক্ষক পদত্যাগের তদন্তে এসে তোপের মুখে জেলা শিক্ষা কর্মকর্তা জুলাই - আগস্ট গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পূনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সু- চিকিৎসার দাবিতে মানববন্ধন সাতক্ষীরার ভোমরা সিমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত কয়রায় সদর ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ প্রিপেইড মিটার স্হাপন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হবিগঞ্জে ধান কাটার মেশিনের চোরাই যন্ত্রাংশসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! কিশোরগঞ্জের তাড়াইলে সহিংসতার ঘটনায় বিএনপি নেতা নিহত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৯
  • ২৯ বার পঠিত

ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বে সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) একটি প্রতিনিধিদল আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ  করেছেন। 

এ সময় বাংলাদেশে ইআইবির চলমান আর্থিক সহায়তা, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং আগামী বছরগুলোতে অর্থায়নের নতুন ক্ষেত্র আবিস্কারের বিষয়ে আলোচনা হয়।

অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ইআইবি ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে ইআইবির অর্থায়ন দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ইআইবি পরিবেশ, রেলপথ, পানি, গ্রিন এনার্জির পাশাপাশি বেসরকারি খাতে আরও বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করে। 

পানি-খাতে চলমান দু’টি  প্রকল্পের জন্য অতিরিক্ত ১৬২ মিলিয়ন ইউরো এবং রেল ও আইসিটি খাতে দুটি পাইপলাইন প্রকল্পের জন্য ৬৫০ মিলিয়ন ইউরো অর্থায়ন নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট ।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইআইবি’র সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্বীকার এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তার প্রশংসা করেন।

তিনি বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দেশে একটি অনুকূল পরিবেশের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা জানান, বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধি ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এলডিসি থেকে উত্তোরণ, আরএমজি, কৃষি, শিক্ষা, দক্ষতার ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে ইআইবি থেকে আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। 

তিনি দেশের অর্থনীতি এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের জন্য সহায়তা বৃদ্ধিতে ইআইবি’র আগ্রহের প্রশংসা করেন।

বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিন দিনের সফরে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ইআইবি প্রতিনিধিদল গতকাল ঢাকা পৌঁছেছে।

বর্তমানে বাংলাদেশে ইআইবি অর্থায়নে ছয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো, শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat