×
সদ্য প্রাপ্ত:
রাজশাহী মোহনপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ১জন লামা লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ আগামীকাল হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটে নিয়ে আসা হবে উলিপুরে কাবিননামায় জালিয়াতির অভিযোগে কাজী গ্রেপ্তার রাজশাহীর বাগমারা থানার “হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাব” এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ ও অবৈধ মালামাল জব্দ করে বিজিবি বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে যৌথবাহিনীর অভিযান, বালু উত্তোলনের সরঞ্জামান জব্দ ‎রাণীনগরে তিন জুয়ারির কারাদন্ড
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ৯ বার পঠিত
মোঃ এমদাদুল হক , নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিখন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা  প্রশাসক হাছিনা বেগম।  বক্তব্যে  জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন- সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানসম্মত শিক্ষার পাশাপাশি দরিদ্র মানুষের উন্নয়নে উন্নয়ন সংঘের দৃশ্যমান কাজগুলো প্রশংসার দাবি রাখে। তিনি আরও  বলেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাকে কমিউনিটির কাছাকাছি নিয়ে গেছে। তিনি উন্নয়ন সংঘের  এমন কর্মসূচির প্রশংসা করেন।   কার্যক্রমগুলো চমৎকার। ভাসমান বিদ্যালয়, চাইল্ড ক্লাব, সংলাপ কেন্দ্র পরিচালনার কৌশলগুলো খুবই বাস্তবসম্মত মনে হয়েছে। তিনি বলেন, ভিডিও চিত্র দেখে সামান্য ধারণা করা যায়। অথচ এ কার্যক্রম সফল বাস্তবায়নে কত মেধা, শ্রম, ঘাম ঝরাতে হয়েছে। আত্মনির্ভরশীল দল, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টিসহ সিডস সহ জামালপুরে কর্মরত এনজিওর প্রতিটি কার্যক্রমের প্রশংসা করেন জেলা প্রশাসক।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রোগ্রাম লার্নিং শেয়ারিং এবং বাস্তবায়নের উপায় ২০২৫ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো: রফিকুল আলম মোল্লা।

সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, আইসিটি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেসমিন জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, শহর সমাজসেবা অফিসার মো: ফারুক মিয়া, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, সাংবাদিক বজলুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের ধারণা পত্র ও তথ্যচিত্রভিত্তিক ভিডিও প্রদর্শন করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস এ সামসুদ্দিন। সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির কাছে আবেদন করে বলেন, সরকারে দুটি বড় নৌকা সারা বছর পড়ে থাকে এ গুলোকে শিক্ষার কাজে ব্যবহার করলে সবাই উপকৃত হবে। কর্মশালা সূত্র জানায় যে অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat