মনিরুজ্জামান রাসেল, স্টাফ রিপোর্টার, শেরপুর
শেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এ জাতীয় আরো খবর..