×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ৪১ বার পঠিত

জেলার চান্দিনার মাধাইয়া বাজারে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত পৌনে ১২টায় একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা আশপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায় কুমিল্লার তিনটি স্টেশনের ফায়ার কর্মীরা। ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত দেড়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার, সকাল সাড়ে ৮টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন দাস।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরপর দাউদকান্দি ফায়ার স্টেশন ও পরে রাত ১২টা ২০ মিনিটে কুমিল্লার ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে তদন্তের পর। ক্ষতিগ্রস্ত সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে এখনও কোনো নিহত বা আহতের খবর পাইনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat