জাহিদ খান (কুড়িগ্রাম প্রতিনিধি)
২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মৎস্য অধিদপ্তর অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অফিস খোলার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা নামানো হয়নি।
ফলে বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পতাকাটি অফিস চত্বরে উড়তে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শিক্ষার্থী নূহ ইসলাম (১৬), প্রত্যয় রহমান (১৪) এবং প্রত্যক্ষদর্শী এন্তাজ আলী (৪১) জানান, এটি জাতীয় পতাকার অবমাননা। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “ভুলবশত বৃহস্পতিবার পতাকা নামানো হয়নি। কর্মচারীর বাড়ি দূরে থাকায় এটি আজ নামানো সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ রায়হান, শুক্রবার বন্ধের দিনে জাতীয় পতাকা উড়ানোর বিষয়টি স্বীকার করে বলেন ,“ভুলবশত বৃহস্পতিবার পতাকা নামানো হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান, “এ বিষয়ে আমার কোনো তথ্য নেই। আমি বিষয়টি তদন্ত করে জানাব।”
জাতীয় পতাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ জাতীয় আরো খবর..