×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-০৬
  • ২৪ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 

দেশের সর্বো উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো জেলা। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর এবং দরিদ্র জনগোষ্ঠী শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে চলমান তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এসেছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা মেলে ভার। শীতের তীব্রতা রাতের দিকে আরও বেশি অনুভূত হচ্ছে।

শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার মতো সমস্যায় ভুগছেন অনেকেই।

এদিকে, শীতবস্ত্রের অভাবে দুঃস্থ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলার নাগেশ্বরী,ভুরুঙ্গামারী,ফুলবাড়ি, চিলমারী, রৌমারী,রাজীবপুর,উলিপুরের প্রত্যন্ত এলাকাগুলোতে দরিদ্র মানুষের কষ্ট আরও বেশি। গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সরকার ও বিভিন্ন সংস্থা থেকে এখনো কোনো শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়নি।

অন্যদিকে,কৃষক সমাজে দুশ্চিন্তা ভর করেছে।জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম (৪৭) এর সাথে কথা বলে জানা যায় দিনে দিনে যেভাবে শীতের প্রকোপ বাড়ছে,কুয়াশায় ঢেকে যাচ্ছে এলাকা তাতে  বোরো ধানের বীজতলা রক্ষায় কৃষকরা দিশেহারা হয়ে পড়বে।এর প্রভাব পড়বে রোপনের সময়।বীজ সংকট দেখা দেয়ার আশু সম্ভাবনা দেখা দিচ্ছে।সেই সঙ্গে কুয়াশার কারণে আলু ও সরিষার মতো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

জেলার শীতার্ত মানুষদের সাহায্যার্থে সরকারি ও বেসরকারি উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন অভিজ্ঞজন। তারা জানান,দ্রুত শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, সাধারণ মানুষকে শীতজনিত রোগ প্রতিরোধে সচেতন করা প্রয়োজন।

কুড়িগ্রামের শীতকবলিত মানুষের কষ্ট লাঘবে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকারি উদ্যোগ, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা শীতার্ত মানুষদের দুঃখ কিছুটা হলেও লাঘব করতে পারে।

বি: দ্র-কুয়াশাচ্ছন্ন  ছবি গুলো সকাল ১০.২৫ মিনিটে ধারণ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat