কবিতা
কালের সাক্ষী
এমরান মাহমুদ প্রত্যয়
আমি খুব কাছ থেকে পাহাড়কে দেখেছি
দেখেছি! তার বিশলতা মানবিকতা আর নিরবতা।
আমি পাহাড়কে দেখেছি উঠে তার চুড়ায়
তবে আকাশকে ছুঁতে পারিনি,
শুধু অনুভব করেছি তার দিগন্ত জোড়া বিস্তৃতি!
আমি তার উচ্চতা দেখেছি মাপতে পারিনি পরিধি।
আমি পাহাড়কে দেখেছি যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকতে কালের সাক্ষী হয়ে এই পৃথিবীর বুকে।
আমি পাহাড়ের সাথে মিশে যেতে চেয়েছি কঠিন হতে চেয়েছি তার মতো,
পারিনি তার নিরবতা ভাঙতে!
তরা বিশালতার কাছে হেরে গেছি বার বার।
তবুও ভালোবাসার টানে আমি ছুটে গেছি তার কাছে তার পাশে প্রতি মুহুর্তে -
মুগ্ধ হয়েছি প্রতিবার তার বিশালতা মানবিকতা আর নিরবতায়।
সমকালীন কবিতা....
নির্যাতন আর শোষণ
এমরান মাহমুদ প্রত্যয়
তেলে যেন তেলেসমাতি
তেলে জ্বলে মন,
সংকট সর্বত্র কে করবে বিভাজন।
রাস্তা ঘাটে জ্বালানি তেলের বড়ই অভাব,
এ যেন দেশের বর্তমান স্বভাব।
ঘনঘন লোডশেডিং মানুষ দিশেহারা,
বাড়ছে সব কিছু, বাড়ছে বাসা ভারা।
ব্যবসায়ীরা গুদামে খাদ্য করে মজুদ,
কে রাখে কার খবর অযুত লক্ষ নিযুত।
বাজারের থলিতে আছে শুধু হতাশা,
গরীবের আহাজারি কেউ দেখে তামাশা।
ট্রেনের টিকিট আজ কালোবাজারির হাতে,
কর্মরত কর্মকর্তা আছে এর সাথে।
সব খাতে দূর্নীতি এ আজব দেশ
কেউ বলে ঠিক আছে কেউ বলে বেশ,
আজ তাই মানুষের মাঝে শুধু বিভেদ।
কে করবে বিচার আজ কে করবে শাষণ,
তেল জলে চলছে নির্যাতন আর শোষণ।
মৃত্যুর মিছিল
এমরান মাহমুদ প্রত্যয়
মৃত্যু.... মৃত্যু.... মৃত্যু....
কেন এত দুর্ঘটনা কেন এত মৃত্যুর মিছিলে আকাশ বাতাস ভারি।
আগুনে পুড়ছে মানুষ
কি করুন কি বিষাদময় হৃদয় বিদারক দৃশ্য?
আগুনের লেলিহান শিখা
গন্ধযুক্ত কাল ধোঁয়ায় আচ্ছন্ন চারিপাশ।
ফায়ার সার্ভিসের সাইরেনের সুর
এ যেন মৃত্যুর সাথে আলিঙ্গন।
বাতাসে লাশের গন্ধ
আহাজারিতে প্রকম্পিত এলাকা-
ছেলে হারানো মায়ের আত্মচিৎকার,ভাই হারানো বোনের বোবা কান্না,স্বামী হারানো স্ত্রীর বিলাপ।
সন্তান হারানো বাবার আর্তনাদ,
বাবা হারানো অবুঝ শিশুর করুন দৃষ্টি।
আগুনে পুড়ে দগ্ধ শরীর হাসপাতালের বেডে মৃত্যু সাথে পাঞ্জালড়া।
আর কত ধ্বংসযজ্ঞ আর কত মৃত্যু,
তাদের কি অপরাধ গরীব শ্রমিক বলে?
বিবেক আজ লাঞ্ছিত হতাশায় নিমজ্জিত দেহ মন।
কেন এই মৃত্যুর মিছিল আর এর শেষই বা কোথায়?
হয়তো কিছু সময়ের ব্যবধানে পুড়া শরীর নিয়ে আবারও জেগে উঠা,
অতীতের স্মৃতি ভুলে জীবনের প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করা।
বন্দি
এমরান মাহমুদ প্রত্যয়
আজ আমি বন্দি অন্ধকারের অতল গহ্বরে
অন্ধকারের পথে গিয়েছিলাম আলোর আশায়
পথ পাইনি খুঁজে।
একটি বদ্ধ ঘর যেন হাজার বছর পা পড়েনি কারো
খুঁজি জীবনের জয় পরাজয়,আমার ভাগ্য আজ আমাকেই
বিষাক্ত ছোবলে করছে ক্ষত বিক্ষত।
আমি বন্দি আমার জীবনের কারাগারে, একটি চেয়ার
স্যাঁতস্যাঁতে ফ্লোর বিন্দু বিন্দু রক্তের দাগ নির্ঘুম চোখ
অন্ধকারের মাঝেও দৃষ্টির ফোকাস।
জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভাবি জীবনের আয়ুরেখা
ভয় দ্বিধা সংকোচ আর জীবনের লুকোচুরি
ভেসে আসে শব্দহীন আর্তচিৎকার।
মৃত্যু........ না.......হৃদয়ের দীর্ঘশ্বাস।
পিতা
এমরান মাহমুদ প্রত্যয়
বয়সের ভারে নতজানু শরীর
রোগ শোক চির সাথী
দু'বেলা দু'মুঠো ভাত
ছেলে বৌমার ঘরে।
সারাদিন রাখে শাসন
বঞ্চনা আর প্রবঞ্চনায়
কেড়ে নিল শেষ জমিজমা টাকা
যা ছিল সব।
কর্ম জীবনে তো দিয়েছে
জীবনের শেষটুকু
দিয়েছে খাবার আদর স্নেহ
প্রেম ভালোবাসা।
তবে আজ পিতার পরিচয়
নাই বা হলো-
ছানিপড়া চোখে সময়ের তাড়াই
খুঁজে জীবনের মহা প্রয়াণ।
অতঃপর স্মৃতি
এমরান মাহমুদ প্রত্যয়
আজ স্মৃতি আঁকড়ে
বাঁচতে হয়,
স্মৃতি তলা এলে মনে পড়ে
শৈশব কৈশোরের স্মৃতি।
স্মৃতি তো আমারও আছে ?
স্মৃতি গুলো গুছিয়ে রেখেছি
বইয়ের তাকের মত, টেপ রেকর্ড আর ক্যাসেটে?
আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল,
দমকা হাওয়ায় যেন...
উড়ে বেড়ায়,
আর আমার আকাঙ্খার ডানাগুলি মিশে গেছে আকাশের অভ্রে ও আবীরে।
আগুনের দিনগুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে
প্রিয়তমার মুখগুলি মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে ।
রাতের নিস্তব্ধতায় প্রিয়তমার স্মৃতি গুলি,
আজ আঁধারে সাথে করে মিতালি।
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল,হাজার হাজার হাজার বছরে ও ভুলে না
মনে রাখে সব কিছু................
#প্রকৃতির ধূসরতায় অবসাদ জীবন
এমরান মাহমুদ প্রত্যয়
জীবনের পটভূমিতে অতীতের হাতছানি ---
মনে নেই,প্রকৃতি দেখার অনুভূতি
দিনের শুরু রাতের শেষ জোছনা ভেজা রাতের অভিলাষ-
অনেক দিন পর আকাশ আর মেঘের লুকোচুরিতে
আবেগি মনে মেঘ অঝোরে কাঁদছে প্রকৃতি আঙিনায়।
নিশ্চুপ প্রকৃতি নিশ্চুপ আমি মনের যাতনা গুলো ধুয়ে ফেলছি নিজে আনমনে, কষ্ট গুলো ছেড়ে দিয়েছি অচেনা পথে
কেটে গেছে জীবন থেকে কতশত বছর।
আমি দেখেছি প্রকৃতির ধূসরতায় অবসাদ জীবন,
আমি দেখেছি প্রকৃতিকে হত্যা করে ধূধূ প্রান্তরে পথিকের আহাজারি-
দিনকে হত্যা করেছে রাতের স্তব্ধতা আর রাতকে হত্যা করেছে দিনের নীলাভ-সাদা শুভ্র সময়,
জোছনাকে নির্মম ভাবে হত্যা করেছে নিয়ন আলো,
তাইতো আজ রাজপথে পথ
বিষধর হায়েনা !
সন্ধ্যা নামলেই সব বন্ধা গলিতে গাঁঢ় অন্ধকার,ভয়ংকর
সাপ আর সরীসৃপের পরিত্যাক্ত বর্ণীল খোলস
হিশশ হিশশ শব্দ তোলে খদ্দের দালালের দরদাম আপোষ
ভাড়ায় ভালোবাসা কেনে সুখি হয় শহরের সব অতৃপ্ত মানুষ!
নকল করেছে গোলাপ চামেলি বকুল,
নিঃশ্বাসের বিষক্রিয়ায় ফুটেছে কি করুন ফুল,
শুধু মুখ গুঁজে নারী পুরুষের শরীরের ক্লান্তিকর ঘ্রান নয়-
শেষ কবে বুক ভরে তাজা ফুলের ঘ্রান নিয়েছ মনে নেই।
জোছনা রাতে হাস্নাহেনার মায়াময় ঘ্রান?
মনে নেই জানি, আরও কত বছর আগে
নাগরিক নর্দমার নালা বেয়ে চলে গিয়েছিল পূর্ণিমার চাঁদ
অতঃপর দুর্গন্ধময় জলাশয়ে ভেসে উঠেছিল গলিত লাশের মতো।
#অনাকাঙ্ক্ষিত ভাবনা
এমরান মাহমুদ প্রত্যয়
জীবনের রূপরেখা খুঁজি
অতীত থেকে আজ,
ঐতিহ্য ইতিহাস বিন্যাসে
এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।
অনাকাঙ্ক্ষিত ভাবনায় বিবেক জাগ্রত হয়
সময়ের টানে ছুটে চলে জীবন।
সবখানে কালক্ষেপণ -
যাওয়া-আসা চাওয়া-পাওয়ার বড় গড়মিল,
শুধু পতনের সুর।
সম্মান প্রতিপত্তি আজ পায়ের তলায় পিষ্ট
শিষ্টাচার বহির্ভূত আধুনিকতার ছোঁয়ায়।
যুগের পর যুগ চলছে একই ধারা
কোন সহমর্মিতা নেই,
নিষিদ্ধ সব কর্মকাণ্ড পৃথিবীটা বড্ড রহস্যময়।
খণ্ডিত জীবন অব্যক্ত কথা মালা
সময় আর স্বপ্নের ব্যবধান
বিষাদময় জীবনের গল্প।
#কলুষিত সমাজ
এমরান মাহমুদ প্রত্যয়
আঁধারের বুকে আলো খুঁজে কি লাভ জীবনের এই সন্ধিক্ষণে,
লোভ লালসা আত্মসাতে মহা ব্যস্ত মহাকাল।
নির্মমতা গ্রাস করেছে জীবনের এক একটি অধ্যায়
বিবেক আজ মরে পচে গলে গেছে -
লৌহার শিকলে বন্দি এক একটি অসহায়ত্ব জীবন,
মুক্তি নেই, মুক্তি মেলেনা জীবনের কারাগারে।
মিথ্যের কাছে সত্যের পরাজয়
চোখে বাঁধা কাল কাপড়,
সমাজ কলুষিত পাপের রাজত্বে বসবাস।
#ছুটে চলা জীবন.....
এমরান মাহমুদ প্রত্যয়
ছুটে চলা জীবন....
প্রকৃতির বিশালতায় হৃদয়ে স্বপ্নের অবগাহন
সবুজ প্রকৃতিতে মিশে হারিয়ে যাওয়া একটু সময়ের ব্যবধানে
মনের অঙিনায় উচ্ছ্বসিত আনন্দ।
একটু অবসরে বিশাল সীমানা পেরিয়ে জীবনের প্রশান্তিতে
সবুজ অরণ্যে আচ্ছাদিত দেহ মন।
মনের সুপ্ত বাসনা ঘুরেফিরে সামনে দাঁড়ায় ছায়া শীতল পাখির কিচিরমিচির কলতান
তবুও.....
আজ অনেক দিনের পরে ছুটে চলা জীবনের আহবানে
আকাশ আর প্রকৃতির সাথে মিশে,
পথের বিশালতা দিগন্ত জোরা খোলা আকাশ সবুজ অরণ্য
বসন্তের বিবাগী বাতাসে।
উতালা মন আবেগ বন্দিজীবন
তবুও জীবনের প্রয়োজনে
এই ছুটে চলা।
#নিষিদ্ধ ও তথাপি
এমরান মাহমুদ প্রত্যয়
নিষিদ্ধ পল্লীতে ঘুরেফেরা
বিদঘুটে অন্ধকার পল্লবীর,
লজ্জারাঙা আঁখি।
দিনের আলোয় সঙ্গতায় মুখ ঢেকে
সুখ-খুঁজে দেহের ভাঁজে ভাঁজে।
তামাটে সন্ধ্যায় উর্বশীর উরুর স্পর্শ
পাবার আশায়-
চাতক পাখির মত চেয়ে থাকা
মুহূর্তে হিংস্র থাবায় মধু আহরণ।
ধূসর বিষাদে ও পল্লবীরা পরিনতির শিকার
বহুল ব্যবহৃত পোষাকের মত।
রাতের আঁধারে তাদের ঘুরেফেরা
সকালের স্নানে সব শুদ্ধ।
#অমর একুশে
এমরান মাহমুদ প্রত্যয়
প্রতি বছর ফেব্রুয়ারী এলে খুঁজে ফিরি
একুশের বিপন্ন স্মৃতি -
বাহান্ন থেকে আজ ভুলিনি তো কিছু,
সালাম রফিক জব্বার বরকত আরো
নাম না জানা ভাষা শহীদের আত্মত্যাগ।
রাষ্ট্র ভাষা বাংলা চাই, শ্লোগানে মুখরিত রাজপথ
অ,আ,ক,খ উচ্চারণ করতে গিয়ে রক্তে ভিজেছে মাটি,
তবু পিছু পা হয়নি তারা মৃত্যুকে সামনে রেখে।
একুশ এসেছে ফিরে জাগ্রত শহীদ মিনার
শোকাহত একুশ শহীদ স্মরণে,
বাংলার আকাশে বিজয়ের পতাকা উড়ছে -
চির অম্লানে।
#একদিন মুছে যাবে সব
এমরান মাহমুদ প্রত্যয়
হঠাৎ করে একদিন আমি হারিয়ে যাব
সবার অন্তরালে, খুর পাবে না কেউ,
গহিন অরণ্যে মিলিয়ে যাব
হয়তো শুধু পড়ে থাকবে স্মৃতি।
হাসি কান্না,দুঃখ বেদনার মাঝে
সময়ের স্রোতে হারিয়ে যাবে সব
অতীতকে মনে রাখে না কেউ।
হঠাৎ নিথর দেহটাকে নিয়ে
অশ্রু ঝরাবে কেউ
অতঃপর মুছে যাবে সব স্মৃতি
মুছে যাবে সব কিছু।
#পড়ন্ত বেলায়
এমরান মাহমুদ প্রত্যয়
ভাগ্যিস তুমি পাশে বসেছিলে-
তাই অসভ্য বাতাস ছুঁয়ে যেতে পারেনি আমায়
নদীর কিনারে দাঁড়িয়ে মেঘ বালিকার সাথে তুমি ও ছিলে;
সব সময় তোমার সরব উপস্থিতি আমার পাশে।
ভাবি শুধু আকাঙ্খা গুলো,করিনা কোন চাওয়া পাওয়ার হিসেব;
মনের অব্যক্ত কথামালা আজ একান্ত নিকটে এসে থেমে যায়-
একে একে দুঃস্বপ্নের চোরাবালিতে মিশে যেতে চাই সব,
মিশে যেতে চাই পরন্ত বেলায়।
#প্রশ্ন ! অতঃপর
এমরান মাহমুদ প্রত্যয়
কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করে, সুখ কি?
আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো না,
হয়তো সঠিক উত্তর আমার জানা নেই।
কেউ যদি কখনো প্রশ্ন করে আমায়,দুঃখ কি?
হয়তো খুব সহজে
বলবো আমি খানিক হেসে,
সেতো আমার খুব আপনজন, নিত্যদিনের সখী।
আমি দুঃখকে আপন করে পেয়েছি,অনেক আগে!
যখন মাকে হারিয়ে ছিলাম,
শূন্য হাহাকার মন?
বঞ্চিত হয়েছিলাম চিরতরে মায়ের স্নেহ ভালোবাসা থেকে।
আমি দুঃখকে পেয়েছি,
যখন অভাব-অনটন আমাকে গ্রাস করে।
আমি দুঃখকে পেয়েছি,
যখন সবার ভালোবাসা ফিকে ছিল?
আজ যখন মন থেকে,
সকল দুঃখ স্মৃতি মুছে ফেলতে চেষ্টা করছি ,
সুন্দর জীবনের স্বপ্ন দেখছি,
তখন দুঃখ স্মৃতি উঁকি মারে হৃদয় মাঝে!
ভাঙতে চায় আমার সাজানো স্বপ্ন।
নির্ঘুম নিঝুম রাতে
দুঃখ আর আমি একই পথিক
ভাবি জীবনের আকাংখা গুলো
দুঃখের সারিতে খুঁজে কি পাবো কখনো সুখের মানে।
এ জাতীয় আরো খবর..