×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৬৩ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে অবস্থিত,’ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’ কৃতিত্বের সহিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরের মতোই লেখাপড়া এবং খেলাধুলায় অনন্য উদাহরণ সৃষ্টি করে থাকেন।

গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা “ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪”। উক্ত প্রতিযোগিতার ১২তম আসরে অংশ নেয় বাংলাদেশের একটি দল। সে দলের একজন অন্যতম সদস্য কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী “উছাইওয়াং মারমা”। এই প্রতিযোগিতার ফাইনালে তিনি সিলভার মেডেল অর্জন করেন।

২০১৬ সালে ৫ বছর বয়সে তার মা তাকে এই স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করান। বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উঠে আসা উছাইওয়াং মারমার বাবা নেই, মা জুমচাষ করেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি কসমো স্কুলের আমরা পারি গণিত ও বিজ্ঞান ক্লাবের একজন সক্রিয় সদস্য উছাইওয়াং।

মেধার কোনো জাত পাত ধর্ম বর্ণ নেই। সুযোগ ও পরিবেশ পেলে প্রতিটি শিশুই তার অনন্য মেধার বিকাশ ঘটাতে পারে। উছাইওয়াং-এর সাফল্য কোয়ান্টামের এ শ্বাশ্বত চেতনায় বিশ্বাসেরই একটি প্রতিফলন মাত্র।

উল্লেখ্য, কোয়ান্টাম পরিবারের সদস্য শুভানুধ্যায়ীদের দান, শ্রম, মমতা ও তত্ত্বাবধানে এখানে আড়াই সহস্রাধিক পাহাড়ি-বাঙালি ছেলে ও মেয়েশিশু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন আঁকছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে।

উছাইওয়াংসহ কসমো স্কুলের সকল শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হয়ে বেড়ে ওঠে, এজন্যে আমরা সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি,সর্বোপরি এভাবেই ভবিষ্যতে আরও সাফল্য এনে দিবে প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat