সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যেই সোমবার মস্কোর দক্ষিণ-পশ্চিমে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে লিখেছেন, মস্কো থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) কম দূরে কালুগা অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় মানুষ হতাহত কিংবা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।
ওই গভর্নর বলেন, রাতারাতি ফেরজিকোভস্কি জেলায় বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে।
এর আগে রাশিয়া বৃহস্পতিবার বলেছে, তারা এই অঞ্চলে সাতটি ড্রোন ভূপাতিত করেছে। তবে এর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। প্রায়শই মস্কো ও অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপকে লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়েছে।
রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন শহরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে।
রুশ কর্তৃপক্ষের মতে, রাজধানী মস্কো গত সপ্তাহে বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি প্রধান ব্যবসায়িক জেলার একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিনের ব্যবধানে দুবার লক্ষ্যবস্তু করা হয়েছিল ওই ভবনটিকে।
এ জাতীয় আরো খবর..