কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়নি বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলেও কোনো র্যালি বা আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়নি, যা নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে মহিপুরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে উদযাপিত না হওয়ায় অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় দিবস যথাযথভাবে পালন না হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে গাফিলতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।"
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক আব্দুস সালাম দায়িত্ব গ্রহণের পর থেকে স্কুলের প্রশাসনিক কার্যক্রমে একক আধিপত্য বিস্তার করেছেন। স্থানীয় রাজনীতির আশ্রয়ে নিয়োগ প্রক্রিয়া ও ম্যানেজিং কমিটির কার্যক্রম নিয়ে নানা অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, "বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় আমরা র্যালি আয়োজন করতে পারিনি। তবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।" তিনি নিয়োগ বাণিজ্যসহ অন্যান্য অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম বলেন, "একটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবস যথাযথভাবে পালন না করা অবশ্যই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।