×
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ৫৬ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ


আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশজুড়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তবে পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা গেছে।

সকাল ১১টার দিকে একদল সংবাদকর্মী ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী, জাতীয় দিবসগুলোতে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করার বিধান রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এই বিধান মানেনি, যা প্রশাসনিক অবহেলার ইঙ্গিত দেয়।

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত উল্লাহকে ফোন দিলে তিনি বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি এবং চরমোনাই’র ঐতিহ্যবাহী মাহফিলে অবস্থান করছি। বিষয়টি আমার জানা ছিল না। তবে আমি এখনই খোঁজ নিচ্ছি।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো বলেন , ‘জাতীয় দিবসে এমন উদাসীনতা ক্ষমার অযোগ্য। এটি শুধু একটি অবহেলা নয়, এটি জাতীয় দিবসের প্রতি অসম্মান। ইউনিয়ন পরিষদের উচিত ছিল এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা। আমরা এর নিন্দা জানাচ্ছি।’

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান ছুটিতে আছেন, তবে প্যানেল চেয়ারম্যানের পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করা উচিত ছিল। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি।’

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এ ধরনের অবহেলা ভবিষ্যতে রোধে প্রশাসনিক তদারকি আরও জোরদার করা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat