সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধি
এবার ভারতের ছত্তিশগড়ের অবুঝমাঢ়ের অরণ্যে আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এর জেরে কেউ নিহত না হলেও সিআরপিএফের " কোবরা" বাহিনীর ২ কমান্ডো গুরুতর আহত হয়েছে বলেই খবর। পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (১৫ জানুয়ারি ) গভীর রাতে মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির পাতা আইইডি বিস্ফোরণ হয় অবুঝমাঢ়ের জঙ্গলে। কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। তখনই আচমকা ওই বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর আহত হয়েছেন সিআরপিএফের " কোবরা" বাহিনীর ২ কমান্ডো। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
এ জাতীয় আরো খবর..