মো: হাবিবুর রহমান, হবিগঞ্জ
হবিগঞ্জ সদর উপজেলার কালহারচম আমবাগান এলাকায় ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে গ্রামবাসী।শনিবার ভোরে নিতাইরচক এলাকায় রিয়াজ মিয়া নামের এক টমটম চালককে হাত-পা বেধে ডাকাতির সময় স্থানীয়রা তাদের আটক করে।
আটককৃতরা হলেন ধরিয়াপুর গ্রামের ঘিরজু মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সবরম হাসান।
স্থানীয় ইউপি সদস্য জানান, ভোরে রিয়াজ মিয়া তার টমটম ইজিবাইকে করে সবজি নিয়ে হবিগঞ্জ আসার সময় নিতাইরচক এলাকায় তাকে আটক করে টমটম নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাকাতদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছে ছুরি, রশিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
পরে ইউপি সদস্যসহ স্থানীয় গ্রামবাসী তাদেরকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে নিয়ে আসনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতের কবলেপড়া টমটম ইজিবাইক চালক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা মামলা নিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।
গত ১৬ জানুয়ারি নিজামপুর ইউনিয়নের কালহারচম আমবাগান এলাকায় কৃষি কর্মকর্তা, ঠিকাদার ও অপর এক ব্যাক্তির পথরোধ করে ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগত টাকা লুট করে নেয় একদল ডাকাত। এঘটনার পর ওই এলাকায় ক্ষোভ দেখা দেয়। ঘটনার ৯দিন পর শনিবার ভোরে পুনরায় একই স্থানে ডাকাতির ঘটনা ঘটে।
এ জাতীয় আরো খবর..