এম মোহাম্মদ ওমর, শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বেশির ভাগ পুকুরের পন্ড অ্যান্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) ও নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় এমন সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে অতি খরায় গ্রামাঞ্চলের পুকুরের পানি শুকিয়ে যাওয়াটাও এ সংকটের অন্যতম কারণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম ছাড়া উপজেলাবাসী খাওয়ার পানির জন্য পুকুর ও নলকূপগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু সংস্কারের অভাবে অধিকাংশ পুকুর শুকিয়ে গেছে এবং নলকূপগুলো দিয়ে লবণপানি ওঠার কারণে সেগুলোও নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় এক কলসি পানি সংগ্রহ করতে মানুষকে ১থেকে ২ মাইল হাঁটতে হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অকেজো পিএসএফ ও নলকূপ মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না শিগগিরই পুকুর ও নলকূপগুলো সংস্কারের কিংবা নতুন নলকূপ বিতরণের দাবি জানিয়েছে উপজেলাবাসী
দক্ষিণ সোনাতলা হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন সুপ্রিয় পানির কলটি দীর্ঘদিন যাবত আকার্যকর অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়দের দাবি এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা ও আলিম মাদ্রাসা এবং সংলগ্ন একটি বাজার । ৫টি গ্রামের লোকজনের বসবাসের মূল সুপেয় পানির কল নষ্ট থাকায় আমাদের খুব দুর্ভোগে পড়তে হচ্ছে দূর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে।
সোনাতলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ খলিলুর রহমান মুন্সী জানান এই সুপেয় পানি আমাদের মাদ্রাসার ছাত্ররা পান করে এলাকাবাসী পান করে এবং গোল পুকুর সংলগ্ন মডেল বাজারের ব্যবসায়ীরা পান করে
এখন এটি বন্ধ হওয়ায় আমাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুকুরে পানি ফিটকিরি দিয়ে পরিষ্কার করে পান করতে হচ্ছে।
আমাদের অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়, তাই সুপেয় পানির কল সংস্কার বা নতুন বিতরণের জন্য দাবি স্থানীয় ও মডেল বাজার ব্যবসায়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।