গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং কারখানায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে চিকিৎসক। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার এন্ডিগো ওয়াশিং কারখানায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- রাজু (৩০), দুলাল (২৮), রমজান (২৭) ও মামুন(২৬)।
রাজু ও দুলালের অবস্থা গুরুতর।
জানা যায়, এদিন রাতে কারখানাটিতে কয়েক শ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ কারখানাটির ড্রায়ার (কাপড় শুকানোর যন্ত্র) থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় ড্রায়ার চালু করতে গেলে আগুন ধরে যায়।
এতে চার শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কারখানার শ্রমিকরা জানান, রাত ১০টার দিকে কারখানাটিতে ছুটি দেওয়া হতো। কিন্তু কিছু ধোয়া কাপড় শুকাতে ড্রায়ার চালু করতে যান রাজু ও দুলাল।
এ সময় বিকট শব্দে আগুন ধরে যায়। কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
কারখানাটির উপমহাব্যবস্থাপক মোশারফ হোসেন তনয় বলেন, ‘এটি একটি দূর্ঘটনা। দুজনকে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আমরা কোনো বিস্ফোরণের খবর পাইনি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়েছি।’
এ জাতীয় আরো খবর..