সব খাতেই ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত। মঙ্গলবার থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের নতুন দর কার্যকর হয়েছে। এখন রপ্তানি আয়ে এক টাকা বেড়ে ১০৮ টাকা ৫০ পয়সা ও রেমিট্যান্সে ডলারের দাম ৫০ পয়সা বেড়ে ১০৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এর প্রভাবে প্রায় সব খাতেই ডলারের দাম বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকও নতুন করে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে। আমদানিতে ডলারের দাম বেড়ে বেশির ভাগ ব্যাংকে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে। আন্তঃব্যাংকেও প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৯ টাকা দামে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে গত সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
বাড়তি দামে ব্যাংকগুলো রেমিট্যান্স কিনছে সর্বোচ্চ ১০৯ টাকা করে। রপ্তানির ডলার সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা করে। ডলার আয়ের প্রধান এ দুটি খাতে দাম বাড়ানোর ফলে কেনার খরচ বেড়েছে। ফলে ব্যাংকগুলোও ডলার বিক্রির দাম বাড়িয়ে দিয়েছে। বুধবার বেশির ভাগ ব্যাংক আমদানিতে ১০৯ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে। কোনো কোনো ব্যাংক ১০৯ টাকা ও কিছু ব্যাংক একেবারে ১০৯ টাকার কাছাকাছি দরে বিক্রি করেছে। আন্তঃব্যাংকে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে।
আইএমএফের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংককেও বাজার দরে ডলার বিক্রি করতে হবে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকও আন্তঃব্যাংকে ডলার গড় দরে বিক্রি করছে। সর্বশেষ গড় দর ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকও ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে।
আমদানি খাতে ডলারের দাম বাড়ায় এ খাতে খরচ বেড়ে যাবে। ফলে আমদানি ব্যয়ও বাড়বে। এতে আমদানি পণ্যের দামও বৃদ্ধি পাবে। পাশাপাশি অন্যান্য পণ্যের দামেও এর প্রভাব পড়বে। কেননা শিল্প পণ্যের কাঁচামাল প্রায় সবই ডলার দিয়ে বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে মূল্যস্ফীতিতে চাপ বাড়বে। এছাড়া ডলারের দাম বাড়ায় টাকার মান কমে যাচ্ছে। এতে মূল্যস্ফীতিতে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে।
নগদ ডলারের দাম সব ব্যাংকেই বেড়েছে। বুধবার বিভিন্ন ব্যাংকে ১১০ টাকা থেকে ১১২ টাকা ৫০ পয়সা দরে নগদ ডলার বিক্রি হয়েছে। এর মধ্যে বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১১২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে। বেশ কিছু ব্যাংক ১১১ টাকা করে নগদ ডলার বিক্রি করছে।
এছাড়া বিভিন্ন মাধ্যমে অন্যান্য খাতের যেসব রেমিট্যান্স নামে ডলার আসছে সেগুলোও সর্বোচ্চ ১০৯ টাকা করে ব্যাংক কিনছে।
এ জাতীয় আরো খবর..