×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ৫০ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
মায়ের কাছে ১০ কেজি চাল চেয়েছিলেন ছেলে। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। আর তারপরই মায়ের উপর কুড়ুল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার শরৎচন্দ্রপুরে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। তাঁর এক ছেলের বিরুদ্ধে। ম‍ৃতার নাম রাইবারি সিংহ। অভিযুক্ত ছেলের নাম রোহিদাস। অতিরিক্ত রক্তক্ষরণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ২ ভাইয়ের মধ‍্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) চাল নিয়ে মায়ের সঙ্গে বচসা শুরু হয় রোহিদাসের। একটা সময় সেই বচসা চরমে ওঠে। তখন আচমকাই হাতের কাছে থাকা কুড়ুল নিয়ে মাকে আক্রমণ করেন রোহিদাস। সেই সময় বাড়িতে বৃদ্ধার অন‍্য ছেলে ছিলেন না। ফলে ছেলের আক্রমণের মুখে পড়ে অসহায় হয়ে পড়েন বৃদ্ধা। তাঁকে কোপানোর পর নিজে ও আত্মহত্যার চেষ্টা করেন রোহিদাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রারই পুলিশে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধার দেহ উদ্ধার করে। রোহিদাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat