হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সকালে মাধবপুর থানার এএসআই মো: জাকির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন মিয়া (২৫) কে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..