মো :খালেদ সাইফুল্লাহ কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং একশত জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।
এসময় উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহমদ সিরাজ,মবশ্বির আলী চৌধুরী ট্রাস্ট পরিবারের সদস্য রাহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক আহমদ,জামায়াত নেতা সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী শ্যামলসহ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ট্রাস্ট পরিবারের সদস্য রাহেল আহমেদ চৌধুরী জানান, মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় তৃতীয়বারের মতো এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..