×
সদ্য প্রাপ্ত:
জকিগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু সাতক্ষীরায় ঘেরের ভেড়িবাঁধে সবজি চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১, ২, ৫ টাকার কোয়েন ও নোটের সংকট তীব্র আকার ধারণ করেছে মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ‎রাণীনগরে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় নান্দনিক পিকনিক স্পট রূপসী ম্যানগ্রোভ দোয়ারাবাজার সীমান্তে পাচারের সময় ৭টি ভারতীয় গরু জব্দ ফেলানীর রক্তাক্ত স্মৃতি: ন্যায়বিচারের আর্তি ও সীমান্ত হত্যার নির্মম অধ্যায় মাধবপুরে কৃষি জমি মাটি কেটে রাত-দিনে পাচার অসাধু চক্র, নিরব স্থানীয় প্রশাসন জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ ডিবির ওসি শহিদুল নির্দেশে ময়মনসিংহ এর অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৪ জন
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২৬ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির।

ডা শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে।
 
সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোন একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat