আদমীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদিঘীতে এবার ৯ হাজার হেক্টরের বেশি জমিতে রবিশস্য চাষে লক্ষমাত্রা নির্ধারণ। চলতি মৌসুমে বগুড়া জেলার আদমদীঘিতে আগাম জাতের রোপা আমন ধান কাটার পর আলু, সরিষা, পিঁয়াজ, রসুন, শাক-সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক। এবার বাজারে আলু ও সরিষার দাম ভালো পাওয়ায় উপজেলায় আলু ও সরিষা আবাদ দ্বিগুণ করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় আদমদীঘি উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যেই কৃষকরা আগাম জাতের রোপা আমন ধান কাটার পর সেই জমিতে রবিশস্য আবাদ শুরু হয়েছে। কৃষকরা বিভিন্ন জাতের আলু, সরিষা, পিঁয়াজ, মরিচ, ডাল, শাক-সবজি রোপন করেছেন। চলতি রবি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা, ৩০ হেক্টর জমিতে গম, ৫ হেক্টর জমিতে ভুট্টা, ৬০ হেক্টর জমিতে পিয়াজ, ৩০ হেক্টর জমিতে রসুন, ২৫ হেক্টর জমিতে মসুর ডাল, ৪শ’ হেক্টর জমিতে শাক-সবজি এবং ৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার নিমাইদিঘি গ্রামের কৃষক আব্দুল মালেক সরদার জানান, গত মৌসুমে ৫ বিঘা আলু /সরিষা চাষ করে ছিলাম। বাজারে দাম ভালো পাওয়ায় তিনি এবার ১৫ বিঘা জমিতে আলু সরিষা চাষ করেছেন। চক সোনার গ্রামের কৃষক আসাদুল হক জানান, বাজারে আলু ও সরিষার দাম বেশি থাকায় এবার আমি গত বছরের চাইতে ২ বিঘা বেশি জমিতে আলু, সরিষা চাষ করছি। আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান। গত বছরের তুলনায় এবার সরিষা, আলুর আবাদ বেশি করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সব ফসলের বাম্পার ফলন হবে।
এ জাতীয় আরো খবর..