সুজন শাজাহানপুর :
বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও অফিস উদ্বোধন করেছে জামায়াতে ইসলামী চোপিনগর ইউনিয়ন শাখা।
শুক্রবার(২০ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মী টিএস এবং সন্ধ্যা ৬ ঘটিকায় ইউনিয়ন দলীয় কার্যালয়য়ের অফিস উদ্বোধন করা হয়।
জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর আলহাজ্ব সালেকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোজাহার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান,আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ার উজ্জামান,কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, আব্দুর রউফ সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জামায়াতে ইসলামী কর্মীদের কাজের কথা উল্লেখ করে বলেন,আজ সাধারন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।
এ জাতীয় আরো খবর..