স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ
মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে আজ সোমবার (২ নভেম্ভর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মহল দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। সংঘাতে উস্কানি দাতাদের গ্রেপ্তার করলে তারাই আবার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না।
আরোও পড়ুনঃ সিরাজগঞ্জে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ ***
শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দেশের একটি শ্রেণি সরকারের সমালোচনা শুরু করে।
কারণ বাংলাদেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না।
দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর আশংকা পেছনে ফেলে এগিয়ে যাবে- তা ঐ গোষ্ঠীর পছন্দ নয়। তিনি আরোও বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে, অন্যের কাছে হাত পেতে চলবে।
যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে দেশ বিরোধী ঐ গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়েছে।
আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।