×
সদ্য প্রাপ্ত:
সাংবাদিকদের ক্যামেরা নিয়ে ঢুকতে বাধা দেওয়া ইউএনওকে বদলি দেড় বছরেও শেষ হয়নি সড়কের কাজ।শুরুতেই অর্ধেক টাকা উত্তোলন বাউফলে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার-১ শরনখোলায় রূপান্তরের বাস্তবায়নে ফসল উৎপাদন বৃদ্ধিতে স্কেলিং কর্মশালা অনুষ্ঠিত লামা সাংবাদিক ফোরাম'র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সান্তাহারে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে আগুনে পুড়লো গোয়ালঘর ও গরু, চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন নীলফামারীতে ব্লু ল্যান্ড স্কুলে ক্লাস পার্টির উদযাপন
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ৩২ বার পঠিত
এম. এ. হাসনাত শুভ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড-এর পুকুর পাড় এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতবাড়ি। ঐসব পরিবারের প্রায় সব সহায় সম্বল আগুনের লেলিহান ছাই করে দিয়েছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণায় জানা যায়।

তথ্য মতে, আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড়ের বাসিন্দা মনিলাল কুরির পিছনে বাঁশের ও টিনের কাঁচা বেড়ার তিনটি ঘর, পিছনে রান্না ঘর, মধ্যে বাসন রাখার ঘর এবং গরুর ঘরসহ মূহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, মনিলাল কুরির আসবাবপত্র, বিছানাপত্র, কাপড়, হাঁড়ি-পাতিল, চেয়ার, ডাইনিং টেবিল, টিনের ৩ টি টাংকের  ভিতর শাড়ি, কসমেটিকস জিনিসপত্র সহ আনুমানিক প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে ধোঁয়া দেখে পাশের বাসার একজন মহিলা ও আরো কয়েকজন মিলে শোর চিৎকার শুরু করেন এবং তাদের শোর চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে ভুক্তভোগী পরিবারের। ঠিক লাগোয়া বাড়িটি বিকাশ মোদকের বিল্ডিংয়ের দেয়াল থাকায় আগুন আর ছড়াতে পারেনি। এতে করে এলাকার প্রায় শতাধিক বসতবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায় বলে জানান এলাকাবাসী।
তবে এলাকাবাসী জানান যে, যদি আজমিরীগঞ্জ পৌরসভায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকতো তাহলে হয়তো খুব দ্রুত আগুন নিভানো সম্ভব হতো। তাছাড়া, পৌরসভার ভিতরে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় যখনই কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা আর নিভানো সম্ভব হয়না বলে জানান এলাকাবাসী। 

আজমিরীগঞ্জ পুকুর পাড় গ্রামের মনিলাল কুরির পুত্র মনিশংকর (৩৩) জানান, আগুন কিভাবে লাগছে জানা নেই, আমার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  আজমিরীগঞ্জ পিআইও সুবোধ মন্ডল জানান, আমি পরিদর্শন করে এসেছি এবং শুকনো খাবার আর কম্বল এর ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমানের প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আমরা খবর পেয়ে তৎক্ষনাত ভুক্তভোগীদের পাশে জরুরি জিনিসপত্র পৌছানোর ব্যাবস্থা গ্রহণ করেছি। তাছাড়াও উপজেলা প্রশাসন সবসময় জাগ্রত আছে, আমরা সর্বদা আজমিরীগঞ্জবাসীর পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। এরকম দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের সকলকেই সচেতন হতে হবে বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat