জকিগঞ্জ সিলেট সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলার ডাকাত সর্দার ইসলাম উদ্দিন ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থানার এসআই শামসুল হক সুমন ও এএসআই রেজুয়ান আলী মোল্লাসহ জকিগঞ্জ থানার একটি টিম উপজেলার চারিগ্রাম এলাকার আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ইসলাম উদ্দিন ওরফে সেলিমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন ওরফে সেলিম জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রাম এলাকার মৃত ফয়জুল হকের ছেলে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন ওরফে সেলিম আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। তিনি আরো, গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন ওরফে সেলিমে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..