স্বাধীনবাংলা
রির্পোটঃ
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার অভিযোগে সাত দিন করে ১৪ দিন রিমান্ড করেছে পুলিশ।
এছাড়া ইরফান সেলিমের ব্যক্তিগত অফিসার এ বি সিদ্দিকী দিপুর ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তার এ রিমান্ড মঞ্জুর করেন।
আরোও পড়ুনঃ মহানবী(সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন ***
গত ২৫শে অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডি এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬শে অক্টোবর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন ওয়াসিফ। মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এ বি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়।