রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর
শেরপুরের ঝিনাইগাতীতে আনোয়ার হোসেন নামে এক শ্রমিকদল নেতার উপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ডিসেম্বর) সন্ধায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বাজারে এঘটনা ঘটে।
আনোয়ার হোসেন উপজেলা শ্রমিকদলের একজন সদস্য ও হলদিগ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার সন্ধায় গজনী অবকাশ বিনোদন কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। রাংটিয়া বাজারে পৌছালে স্থানীয় শাহীন মিয়ার নেতৃত্বে কতিপয় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়।
এসময় তাকে মারধর করে তার মোটরসাইকেল ও তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে আনোয়ার হোসেন বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত দুর্বৃত্তদের কেউ গ্রেফতার হয়নি। শাহীন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।